দ্য ওয়াল ব্যুরো: এক সরকারি মদের দোকান থেকে অবলীলায় মদ কিনছে কয়েকজন ছাত্রী, পরনে স্কুলপোশাক (schoolgirls buy liquor Madhya Pradesh)। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মাণ্ডলা জেলার নাইনপুর শহরে।
ঘটনাটি মুহূর্তে ভাইরাল (Viral video) হতেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। প্রশাসনও লজ্জায় পড়েছে, উঠেছে একাধিক প্রশ্ন - নাবালিকাদের হাতে এত সহজে মদ পৌঁছল কীভাবে?