দ্য ওয়াল ব্যুরো: ফের বিপজ্জনক পুরনো বাড়ি ভেঙে পড়ল (Building Collapse) কলকাতায় (Kolkata)। সোমবার নারকেলডাঙা (Narkeldanga) থানার অন্তর্গত ২০-এ রাজেন্দ্রলাল স্ট্রিটে ধস নামে একটি পরিত্যক্ত বাড়িতে। তবে সেখানে কেউ বসবাস করতেন না, ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব গেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বাড়িটি দীর্ঘদিন ধরেই ফাঁকা ছিল এবং বিপজ্জনকও ছিল বলে খবর। আচমকাই একটি অংশ ধসে পড়ে। যদিও কেউ ভিতরে আটকে পড়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না, কারণ বাড়িটিতে কোনও সিঁড়িই ছিল না। ফলে ভিতরে ঢোকাও সম্ভব হয়নি।
#REL