‘পুতুলনাচের ইতিকথার ছায়াচিত্রের চুক্তি সই করলাম: কে.কে. প্রোডাকশনের সঙ্গে। আমিই একমাত্র খ্যাতনামা লেখক যে সিনেমার কাছে আত্মবিক্রয় করেনি। এতদিন পরে যেচে এসে আমার নির্দেশে ‘সস্তা করা চলবে না’ মেনে নিয়ে সিনেমা কোম্পানি চুক্তি করল। আশা করছি ছবিটা ভাল হবে। দেখা যাক!’