দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। প্রবল কম্পনের জেরে প্রথমে সুনামির আশঙ্কা দেখা দিলেও পরে জানানো হয়, তেমন কোনও সতর্কতা জারি করা হয়নি। যদিও আতঙ্ক ছড়ায় সকলের মধ্যে।
বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পের উৎস গভীর সমুদ্রের তলা দিয়ে চলা জটিল এবং প্রবল ভূ-প্রক্রিয়া। গোটা আন্দামান অঞ্চলটি এমনিতেই ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। কারণ এটি এক গুরুত্বপূর্ণ টেকটোনিক সীমার ওপর রয়েছে, যেখানে ভারতীয় টেকটোনিক প্লেট ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে বার্মা বা সুন্দা মাইক্রোপ্লেটের নিচে ঢুকে যাচ্ছে।
#REL