দ্য ওয়াল ব্যুরো: পেটব্যথা, বমি, এই সাধারণ উপসর্গ নিয়েই চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক ৩০ বছর বয়সি মহিলা। প্রাথমিকভাবে আলট্রাসাউন্ডে কিছুই ধরা পড়েনি। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় পাঠানো হয় মীরাটের একটি বেসরকারি ইমেজিং সেন্টারে। সেখানে পরীক্ষার পর রীতিমতো চমকে যান সকলে।
হাই রেজলিউশনের এমআরআই পরীক্ষায় ধরা পড়ে, ওই মহিলার লিভারের মধ্যে বেড়ে উঠছে ১২ সপ্তাহের ভ্রূণ। চিকিৎসকরা জানান, এই রোগের নাম ইনট্রাহেপাটিক ইক্টোপিক প্রেগন্যান্সি। অর্থাৎ জরায়ুর বাইরে, সোজাভাবে বললে লিভারের মধ্যে ভ্রূণের বিকাশ।
#REL