দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে সময়ের আগেই বাঙালির বড় উৎসব (Durga Puja 2025)। এবারে দুর্গাপুজোর ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ হাতে আর সময় নেই বললেই চলে। তাই উৎসবকে কেন্দ্র করে এখন থেকেই শহরের পথঘাট (436 Road Damage, KMC ) খানাখন্দমুক্ত রাখার কাজে কোমর বেঁধে নেমে পড়ল কলকাতা পুরসভা।
সূত্রের খবর, প্রতিবারের মতো এবারও কলকাতা শহরের রাস্তাঘাট সংস্কারে শহরের ৪৩৬টি ‘স্পট' চিহ্নিত করেছে লালবাজার (Kolkata Police)। লালবাজারের তরফে ওই চিহ্নিত এলাকার তালিকা ইতিমধ্যে পুরসভার হাতে তুলে দিয়ে জানানো হয়েছে, সংশ্লিষ্ট স্পটগুলি ভাল করে মেরামতির প্রয়োজন রয়েছে।
#REL