দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে হোমিওপ্যাথি পড়ুয়াদের (Homeopathy Medical Colleges) জন্য বড় ধাক্কা। খামতি, গাফিলতি, পরিকাঠামোর অভাব—এসবের জেরে তিনটি প্রাইভেট হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে চলতি শিক্ষাবর্ষে ভর্তির অনুমোদন বাতিল করল ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি (NCH)।
শুধু তাই নয়, আরও দুই কলেজের আসনসংখ্যা কমিয়ে দেওয়া হল অর্ধেক। সরকারি কলেজ মেদিনীপুর হোমিওপ্যাথিকেও ১৩টি আসন কমিয়ে দেওয়া হয়েছে।
#REL