দ্য ওয়াল ব্যুরো: বিজয় দেবরাকোন্ডা মানেই উত্তেজনার ঢেউ। তাঁর ছবি মানেই দক্ষিণ ছাড়িয়ে গোটা দেশে উন্মাদনা। গৌতম তিন্নানুড়ির পরিচালনায় ‘কিংডম’ নিয়েও তৈরি হয়েছে তেমনই আগ্রহ। ছবি মুক্তি পাবে ৩১ জুলাই। তার আগেই অনুরাগীদের মধ্যে উদ্দীপনা চোখে পড়ার মতো।
ছবির প্রি-রিলিজ ইভেন্টে হাজির হয়ে বিজয় নিজেই জানালেন, অনুরাগীদের ভালবাসা তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। অভিনেতার কথায়, “আমার ছবি হিট হোক বা না হোক, ওদের ভালবাসা কখনও কমে না। এবার ভক্তরাই বলছে—এইবার হিট পাকা!”
#REL