দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ করে সব কিছু ওলটপালট হয়ে গেল। পরিবারে মৃত্যু, সড়ক দুর্ঘটনা, কিংবা জীবনের কঠিন মানসিক ধাক্কা—এমন বহু অভিজ্ঞতার পর অনেকেই বলে ওঠেন, "মঙ্গলটা খারাপ চলছিল", বা "রাহু-কেতুর দশা পড়েছিল"। সত্যিটা কী (Astrology vs Science)?
২০২৫ সালের শুরু থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ট্রেন দুর্ঘটনা, এমনকি আকস্মিক হৃদরোগে মৃত্যুর খবর মিলেছে একের পর এক। আর এসব ঘটনার পরেই সামনে আসে নানা জ্যোতিষীয় ব্যাখ্যা—কোন রাশির ওপর শনি চলছে, কার জন্মপত্রিকায় ‘মাঙ্গলিক দোষ’, কোথায় ‘কালসর্প যোগ’! কিন্তু মনোবিজ্ঞান বলছে অন্য কথা।
#REL