দ্য ওয়াল ব্যুরো: শনিবার দিনই ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal)। তাই সমর্থকরা রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। এর মধ্যেই এল খুশির খবর। এবার লাল-হলুদ জার্সি গায়ে চড়াতে এলেন মরক্কোর (Morocco) জাতীয় দলের তারকা।
ইমামি ইস্ট বেঙ্গল এফসি ২০২৫-২৬ মরশুমের জন্য মরক্কোর জাতীয় দলের ফরোয়ার্ড হামিদ আহাদাদের (Hamid Ahadad) সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চলেছে। পাশাপাশি ক্লাব সূত্রে জানা গিয়েছে, আরও এক বছর মেয়াদ বাড়ানোর বিকল্প রয়েছে। আহাদাদ ১৭ নম্বর জার্সি পরবেন। মরক্কোর এই ফুটবলার ইতিমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন কলকাতায় পা রেখে।
#REL