দ্য ওয়াল ব্যুরো: মুখের ভিতরে হঠাৎ করে ছোট ছোট ঘা, কখনও জিভে, কখনও ঠোঁটে। খেতে বা কথা বলতে কষ্ট, ছোটদের তো ঘুমের মধ্যেও বিরক্তি হয়। ডাক্তারি ভাষায় একে বলে মাউথ আলসার বা মুখের ঘা। যদিও এটি মারাত্মক কোনও অসুখ নয়, তবে যথেষ্ট কষ্ট হয়। বিশেষ করে যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রে এই ঘা অনেক বেশি যন্ত্রণাদায়ক হতে পারে।
কেন হয় মুখে ঘা?