দ্য ওয়াল ব্যুরো: ভোটের প্রস্তুতি শুরু হতেই বিতর্ক! মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতার মন্তব্যের পর ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব নিতে নারাজ শিক্ষক-শিক্ষাকর্মীদের সিংহভাগ। বিএলও পদে নিযুক্ত না করার দাবি তুলল প্রতিরোধ মঞ্চ।
২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে বিএলও (Booth Level Officer) দের হাতে। আর এই পদে নিযুক্ত করতে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন।