দ্য ওয়াল ব্যুরো: ২৫ বছর কেটে গিয়েছে। তবু যেন সব কিছু হুবহু আগের মতোই। সেই তুলসি, সেই মিহির, সেই ঘর-সংসার-সমস্যার গল্প। সময়ের স্রোত পেরিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরল একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউকি সাস ভি কভি বহু থি।’ প্রথম এপিসোড দেখে আপ্লুত সকলে। ভাসলেন নস্টালজিয়ায়।
২৯ জুলাই ২০২৫, সোমবার রাত থেকে স্টার প্লাসে শুরু হয়েছে এই বহু প্রতীক্ষিত সিকুয়েলের সম্প্রচার। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন দর্শকরা। ফিরে এসেছে একরাশ পুরনো স্মৃতি। প্রথম দিনের পর্বেই দেখা গেল, তুলসি বিরানি চরিত্রে আবার সেই স্মৃতি ইরানি, আর তাঁর স্বামী মিহিরের ভূমিকায় অমর উপাধ্যায়।