দ্য ওয়াল ব্যুরো: হুগলির কোন্নগরে প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর চড়াও হল দুষ্কৃতীরা। সদস্যর অফিসের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও ব্যবসায়ী সংগঠনের সভাপতি পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধেয় কানাইপুর অটো স্ট্যান্ড সংলগ্ন নিজের গ্যাস অফিস থেকে বাড়ি ফিরছিলেন পিন্টু। তখন হঠাৎই তাঁর উপর কয়েকজন দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারতে থাকে। একটা হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে।
#REL