দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া থেকে তেল আমদানির ফল গুনতে হবে দিল্লিকে। ফের ২৫ শতাংশ অতিরিক্ত আমদানি শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২৭ অগস্ট থেকে। এর ফলে আমেরিকায় ভারতের রফতানিকৃত পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
এই সিদ্ধান্ত ঘোষণার জন্য বুধবার এক্সিকিউটিভ অর্ডার সই করেন ট্রাম্প। জানিয়ে দেন, ভারতের রাশিয়া থেকে সরাসরি অথবা পরোক্ষভাবে তেল আমদানির কারণেই এই পদক্ষেপ। তাঁর দাবি, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং আন্তর্জাতিক নীতিকে প্রভাবিত করার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছিল।
#REL