দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোট আর হাতে গোনা মাস কয়েক। তার আগেই পরিযায়ী শ্রমিকদের (Migrants Worker) নাম ঘিরে তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। কার নাম ভোটার তালিকায় (Voter List) রয়েছে, কার নেই—তা খতিয়ে দেখতে এবার সরাসরি জেলার জেলাশাসকদের চিঠি পাঠাল কমিশন।
কমিশন সূত্রে খবর, রাজ্যের মোট পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২২ লক্ষের কিছু বেশি। ভিন রাজ্যে কর্মসূত্রে যাঁরা রয়েছেন, তাঁদের নাম যেন একাধিক রাজ্যে ভোটার তালিকায় না চলে যায়, আবার প্রকৃত ভোটারদের নাম যেন বাদ না পড়ে— এই দু'দিক মাথায় রেখেই জেলা প্রশাসনের থেকে খুঁটিনাটি তথ্য চাইছে নির্বাচন কমিশন।
#REL