রাহুল দাস
দেখতে গেলে এটি একটি অদ্ভুত সিরিজ। কিছু বিশেষজ্ঞের কাছে এই সিরিজ ২০০৫ অ্যাশেজ সিরিজের মতোই উত্তেজক এবং টানটান, যেখানে চূড়ান্ত যবনিকা লর্ডসের সেই তীব্র বেদনা - স্যার জাদেজা যেখানে উল্টোদিকে সিরাজের ব্যাট থেকে বল স্টাম্পে গড়িয়ে পড়ার হৃদয় বিদারক মুহূর্ত প্রত্যক্ষ্য করলেন। তারা এটাও বলছেন যে চতুর্থ টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ০/২ থেকে নিদারুণ লড়াই করে টেস্ট ড্র করা- এটাও এই সিরিজের এক দারুণ মুহূর্ত। অথবা লিডসে প্রথম টেস্ট যেখানে ইংল্যান্ড শেষ দিনে পাহাড় পর্বত রান তাড়া করে জিতে যায়। অথবা দ্বিতীয় টেস্টে ভারত কীভাবে বুমরাহ ছাড়া জিতল।