দ্য ওয়াল ব্যুরো: পুরনো স্বপ্নের পিছনে ছুটে যাওয়া আর জীবনের দ্বিতীয় ইনিংসে নিজেকে নতুনভাবে গড়ে তোলার এক দুর্দান্ত উদাহরণের সাক্ষী থাকল তামিলনাড়ু। ৪৯ বছর বয়সে এসে, ‘বয়স তো শুধু একটা সংখ্যামাত্র’ - এই প্রবাদকে জীবন্ত করে তুললেন এক কিশোরী মেয়ের মা, অমুৎথাভল্লী মনিভান্নান। মেয়ে সংযুক্তার সঙ্গে, একসঙ্গে নিট (NEET) পাস করলেন তিনি।
তিন দশক আগে তাঁর স্বপ্ন ছিল ডাক্তারি (MBBS) পড়ার। কিন্তু পারিবারিক ও সামাজিক নানা কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। বাধ্য হয়ে মেডিক্যাল পেশার কাছাকাছি জুড়ে থাকার আশায় ফিজিয়োথেরাপিস্টের পেশা বেছে নেন অমুৎথাভল্লী।
#REL