দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টির কারণে একদিনের জন্য স্থগিত রাখতে হয়েছিল অমরনাথ যাত্রা (Amarnath Yatra resumes)। আজ, বৃহস্পতিবার শুধুমাত্র বালতালের পথ দিয়ে পুনরায় যাত্রা শুরু করা হল। তবে তীর্থযাত্রীদের জন্য পহেলগামের রাস্তা বন্ধ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পহেলগামের (Pahalgam) পথে এখনও যাত্রা শুরু হয়নি কারণ সেখানে জরুরি সংস্কার ও মেরামতির কাজ চলছে।
কাশ্মীরে টানা ভারী (Heavy Rain in Kashmir) বৃষ্টির ফলে রাস্তাগুলি বিপজ্জনক হয়ে পড়েছিল। সেই কারণে বুধবার অমরনাথ যাত্রা বালতাল ও পহেলগাম- দুই পথেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
#REL