দ্য ওয়াল ব্যুরো: সংখ্যা ৪ ও ৯— দু'টি সংখ্যা, দু'টি পৃথক জীবনদর্শন, দু'টি বিপরীত শক্তি। আর সেই কারণেই সংখ্যাতত্ত্ববিদদের (numerologist) মতে, এই দুই সংখ্যার প্রভাব থাকা ব্যক্তিদের মধ্যে সম্পর্ক যেন চিরন্তন সাপ-নেউলের লড়াইয়ের মতো। তবে সবটাই কি সংঘাতের? নাকি গভীর বোঝাপড়ার মাধ্যমে এই দ্বৈরথ থেকে জন্ম নিতে পারে অপূর্ব মিলন?
সংখ্যাতত্ত্ব (numerology) কী ও কেন গুরুত্বপূর্ণ?