দ্য ওয়াল ব্যুরো: আজ, ৩১ জুলাই ধর্মস্থলার (Dharmasthala mass burial) ৬ নম্বর জায়গা থেকে অবশেষে এক ব্যক্তির আংশিক কঙ্কাল (skeletal remains found) উদ্ধার করল স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। ৫০ বছর বয়সি এক প্রাক্তন সাফাইকর্মীর অভিযোগের ভিত্তিতে গঠিত হয়েছিল ওই বিশেষ দল। ইতিমধ্যেই ১৩টি সন্দেহজনক সমাধিক্ষেত্র চিহ্নিত করেছেন ওই অভিযোগকারী।
SIT-এর তদন্তকারীরা জানিয়েছেন, এই চিহ্নিত ৬ নম্বর জায়গা থেকে প্রায় ১৫টি হাড় পাওয়া গিয়েছে। তবে মাথার খুলি পাওয়া যায়নি। কিছু হাড় ভাঙা অবস্থায় ছিল বলেও তাঁরা জানিয়েছেন।
#REL