দ্য ওয়াল ব্যুরো: রোহিঙ্গারা (Rohingya) আদৌ ‘শরণার্থী’ হিসেবে বিবেচিত হবেন, না কি তাঁরা অবৈধ অনুপ্রবেশকারী— এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নের উত্তর খুঁজতে এবার তিন দিনের বিশদ শুনানির পথে হাঁটল ভারতের সুপ্রিম কোর্ট (Supreme Court)।
বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, তারা এই মামলায় বিস্তারিত শুনানি করবে। কারণ, একবার প্রশ্নটির ‘অথরেটেটিভ’ ব্যাখ্যা পাওয়া গেলে, এরপরের আইনি ও নীতিগত সিদ্ধান্ত স্বাভাবিক নিয়মেই আসবে।