দ্য ওয়াল ব্যুরো: পুণেতে কাজ কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের (Migrant Worker)। মৃতের নাম দীপু দাস। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের গোকুল ভিটা গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে ঠিকাদার সংস্থার অধীনে ভিনরাজ্যে কাজ করে আসছেন দীপু। এবার তিনি পুণেতে থেকে কাজ করছিলেন।
সোমবার দীপুর মায়ের মৃত্যু হয়। সেই খবর জানাবার জন্য ভাইয়েরা দাদাকে ফোন করে। কিন্তু ফোন বন্ধ থাকায় যোগাযোগ হয়নি। তখন তাঁরা ওই ঠিকাদার সংস্থায় ফোন করে দাদাকে মায়ের মৃত্যু সংবাদ জানাতে অনুরোধ করেন।