দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস এমপি শশী তারুরের পর, বিরল হলেও দলের আরেক সাংসদ, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের মুখেও এবার শোনা গেল মোদীস্তুতি। এক অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রবীণ কংগ্রেস নেতা চিদম্বরম বলেন, তিনি নিশ্চিত নন যে, বিরোধী জোট ইন্ডিয়া ২০২৯ সালের লোকসভা ভোট পর্যন্ত অটুট থাকবে। সলমন খুরশিদ ও মৃত্যুঞ্জয় সিং যাদবের লেখা 'কনটেস্টিং ডেমোক্র্যাটিক ডেফিসিট' নামে একটি বই প্রকাশ অনুষ্ঠানে রাজ্যসভার সদস্য চিদম্বরমের মত, জোটটির মধ্যেই ক্ষোভবিক্ষোভ ছিল।