দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতি নির্বাচনে (Election of Vice President) বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) তাদের প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করল। রবিবার নয়াদিল্লিতে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।