দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা ছড়ালেন মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি একটি এক্সিকিউটিভ অর্ডার (Executive Order স্বাক্ষর করে ঘোষণা করেছেন, এবার থেকে আমদানিকৃত পণ্যে আমেরিকা ১০% থেকে ৪১% পর্যন্ত ‘reciprocal tariff’ বা পাল্টা শুল্ক চাপাবে।
এই সিদ্ধান্তে ভারতের রফতানিপণ্যের উপর সরাসরি ২৫% শুল্ক আরোপ করা হয়েছে। তাইওয়ান থেকে আমদানি হলে ২০% এবং দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০% শুল্ক বসবে।
#REL