দ্য ওয়াল ব্যুরো: ২০২৫-এর অগাস্ট মাসের প্রথম দিনেই জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ গ্রহসংযোগ তৈরি হচ্ছে, যার নাম ‘দ্বিদ্বাদশ যোগ’ (Dwi dwadash)। শুক্র ও অরুণ গ্রহের নির্দিষ্ট কৌণিক অবস্থান এই যোগের জন্ম দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই যোগের প্রভাবে অগাস্টে ( August Horoscope) তিনটি রাশি - মিথুন, কর্কট ও তুলার জাতক-জাতিকাদের আর্থিক ভাগ্য বদলে যেতে পারে। হঠাৎ করে হাতে আসতে পারে মোটা অঙ্কের অর্থ, খুলে যেতে পারে আয়ের নতুন পথ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যেতে পারে বড় অঙ্কের জমা, যা মাসের শুরু থেকেই কার্যকর হতে পারে।
#REL