দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার মানচেরিয়াল জেলার জান্নারামে বড়সড় সাইবার প্রতারণার চক্রের হদিস পেল তেলঙ্গানা সাইবার সিকিউরিটি ব্যুরো (TGCSB)। কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর (DoT) এবং রামাগুণ্ডম কমিশনারেট পুলিশের যৌথ অভিযানে এই প্রতারণা সামনে আসে।
এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার হয়েছে পাঁচটি সিম বক্স ডিভাইস এবং ২৩০টির বেশি বেআইনি সিম কার্ড।
#REL