দ্য ওয়াল ব্যুরো: হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহার বন্ধুত্ব নিয়ে নতুন করে কিছু বলার থাকে না। নেটপাড়ায় প্রায় সবাই জানে বলিউডে তাঁদের বন্ধুত্ব কতটা মজার! অভিনেত্রী হুমা কুরেশির সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে যে কাণ্ড ঘটল, তাতে রীতিমতো হেসে কুটোপাটি হয়েছেন নেটিজেনরা। কারণ একটাই—সোনাক্ষী সিনহার একটি মজার কমেন্ট।
সাদা ট্যাঙ্ক টপ, ওভারসাইজড জ্যাকেট আর ডেনিম জিন্সে একটি ফটোশুটের ছবি পোস্ট করেন হুমা। সঙ্গে ক্যাপশন লেখেন, “It’s Thursday today।” তাঁর লুক নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। মন্তব্য বক্সে আগুনের ইমোজি দেন অভিনেত্রী ভূমি পেডনেকারও।
#REL