দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সরকারি হাসপাতালে এবার বোন ম্যারো প্রতিস্থাপনেও (Bone Marrow Transplant) মিলবে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা (healthcare benefits)। এতদিন পর্যন্ত প্রাইভেট হাসপাতালে এই পরিষেবা চালু থাকলেও, এবার চিকিৎসার খরচের কথা মাথায় রেখে সরকারি ক্ষেত্রেও (Goverment Hospital) এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
ফলে রক্তের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বহু রোগীর বড়সড় স্বস্তি মিলবে বলে মনে করছে চিকিৎসক মহল।
#REL