দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই যেন কল্পতরু রূপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রতি সপ্তাহেই একের পর এক ঘোষণা করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে চমকে দিচ্ছেন তিনি। শুক্রবার সকালে শিক্ষাক্ষেত্রে যুক্ত কর্মীদের বেতন ও সাম্মানিক একধাক্কায় দ্বিগুণ করার কথা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মিড ডে মিলের রাঁধুনিদের ভাতা মাসে ১৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে। স্কুলে কর্মরত নাইট গার্ড বা নিরাপত্তারক্ষীদের সাম্মানিকও দ্বিগুণ করে ১০ হাজার করা হয়েছে।
#REL