দ্য ওয়াল ব্যুরো: সিনেমা শেষ। প্রেক্ষাগৃহের আলো জ্বলছে ধীরে ধীরে। কিন্তু পর্দা থেকে চোখ সরাতে পারছেন না কেউ। কেউ চিৎকার করে কাঁদছেন, কেউ প্রেক্ষাগৃহের সিটে মাথা গুঁজে বসে আছেন। কেউ আবার অজ্ঞান হয়ে পড়েছেন সিটেই। সেই সব দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘সাইয়ারা’ মুক্তির পরপরই।
নবাগত আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই প্রেমের গল্প ঘিরে যেন হঠাৎ আবেগের সুনামি। ভিডিও দেখে মনে হতে পারে, একটানা বিরহে ডুবে থাকা দর্শকদের জন্য এ যেন দীর্ঘ প্রতীক্ষার অবসান!
#REL