দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলাকালীন একদিন যুজবেন্দ্র চাহাল একটি টি-শার্ট পরে হাজির হয়েছিলেন জনসমক্ষে। গায়ে লেখা— “Be Your Own Sugar Daddy”। ব্যস, শুরু হয়ে গিয়েছিল জল্পনার ঝড়। অনেকেই ধরে নেন, এই লেখার পেছনে কোনও ‘পাবলিক মেসেজ’ লুকিয়ে আছে, এবং সেটা সম্ভবত চাহালের সাবেক স্ত্রী ধনশ্রীর উদ্দেশেই।
ইতিমধ্যেই সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল গুজব, নাকি ধনশ্রী ৬০ কোটি টাকার খোরপোষ দাবি করেছেন! যদিও পরে তাঁর পরিবারের তরফে স্পষ্ট জানানো হয়, এমন কোনও আর্থিক দাবি কখনও তোলা হয়নি।
#REL