দ্য ওয়াল ব্যুরো: উনিশের বিশ্বকাপের সেমিফাইনালের (WC SemiFinal) স্মৃতি আজও তাড়া করে বেড়ায় যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)।
নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডে-র পর ম্যাঞ্চেস্টারের রিজার্ভ ডে। যেখানে টিম ইন্ডিয়ার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়। আর সেই হারের পর কেঁদে ফেলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli Crying)। ড্রেসিংরুমে নয়, বাথরুমে! চাহালের দাবি, শুধু কোহলি নন, দলের কোনও ক্রিকেটারই চোখের জল আটকাতে পারেননি।