দেবপ্রিয় সেনগুপ্ত
প্রত্যাশার অনেকটাই শেষ পর্যন্ত মিটলো। পুজোর মাসে মুখে চওড়া হাসি গাড়ির ক্রেতা, বিক্রেতা, উভয়েরই। সরকারি তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ডিলারদের সংগঠন ফাডা (FADA) জানালো, বেশিরভাগ গাড়ির দাম সস্তা হওয়ায় বিক্রি বিপুল বেড়েছে। যা কার্যত, ঐতিহাসিক। পিছিয়ে নেই এই রাজ্যও।