দ্য ওয়াল ব্যুরো: আরজিকর হাসপাতালের (RG Kar Case) ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় এক বছর। অভিযোগ, এখনও পর্যন্ত শুধু এক জন সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হলেও বাকিরা অধরা। বিচার নিয়ে ধোঁয়াশা ও তদন্তে দীর্ঘসূত্রিতার অভিযোগে ফের পথে নামল ‘অভয়া মঞ্চ’।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে শুরু হয় বিক্ষোভ মিছিল। অভিযানে অংশ নেন মহিলা সদস্যরাও। তাঁদের হাতে ছিল ঝাঁটা ও প্রতীকী তালা-চাবি। সিজিও কমপ্লেক্সের গেটের সামনে এসে প্রতীকী তালা ঝুলিয়ে এবং ঝাঁটা ছুড়ে প্রতিবাদ জানান তাঁরা।