দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের (RG Kar Case) চিকিৎসক ধর্ষণ-খুনের প্রায় এক বছর হতে চলল। কিন্তু এখনও সম্পূর্ণ বিচার মেলেনি বলেই অভিযোগ। সেই প্রেক্ষিতে বিচারের দাবিতে আবারও পথে সাধারণ মানুষ। শুক্রবার সিজিও অভিযান (CGO Complex) করেছিল 'অভয়া মঞ্চ'। তাদের সঙ্গে অভিযানে সামিল হয়েছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও।
শুক্রবার স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও অভিযানে সামিল হয়েছিল দুই সংগঠন। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ঝাঁটা নিয়ে নেমেছিলেন পথে। তাঁদের দাবি, সিবিআই দফতরে (CBI) সাফাই অভিযান করতেই হাতে ঝাঁটা তুলে নিয়েছেন তাঁরা।