দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৫ হাজার টাকা মাসিক বেতন! কিন্তু বাস্তবে ২৪টি বাড়ি, ৪টি জমির প্লট, ৪০ একর কৃষিজমি, ৩০ কোটিরও বেশি সম্পত্তির মালিক! কর্নাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (KRIDL)-এর প্রাক্তন কেরানি কালাকাপ্পা নিদাগুন্ডির বাড়িতে হানা দিয়ে এই বিপুল সম্পত্তির হদিস পেল কর্নাটক লোকায়ুক্ত।
তদন্তকারী সংস্থাসূত্রে জানা গেছে, নিদাগুন্ডি কপ্পালে কর্মরত ছিলেন এবং তার বেতন ছিল মাত্র ১৫ হাজার টাকা। কিন্তু তাঁর এবং তাঁর স্ত্রীর ও শ্যালকের নামে রয়েছে ২৪টি বাড়ি, ৪টি জমির প্লট, ৪০ একর চাষযোগ্য জমি, ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা ও ১.৫ কেজি রূপো।