দ্য ওয়াল ব্যুরো: চার চোখ এক হয়েছিল অনেক দিন আগেই, কিন্তু সাতপাকে বাঁধা পড়লেন চলতি বছরের ৪ জুন। হ্যাঁ, বলছি হিনা খান ও রকি জয়সওয়ালের কথা। প্রেম, বন্ধুত্ব আর পারস্পরিক বোঝাপড়ার পর এবার তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, একান্ত ঘনিষ্ঠদের উপস্থিতিতে। আর এই দম্পতিকে খুব শিগগিরই দেখা যাবে কালারস চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘পতি পত্নী অর পাঙ্গা’-তে।
শো-এর প্রোমো যখনই প্রকাশ পেয়েছে, তখন থেকেই উত্তেজনা তুঙ্গে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন, কীভাবে ক্যামেরার সামনে নিজেদের রসায়ন মেলে ধরবেন হিনা-রকি।
#REL