দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) ট্রেন ধরতে গিয়ে ডিসপ্লে দেখে দৌড়ঝাঁপ আর নয়। এবার থেকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে (Fixed Platforms) নির্দিষ্ট রুটের ট্রেন (Train) দাঁড়াবে— এমনটাই ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
যাত্রীদের সুবিধার্থে এই পরিবর্তন আনছে পূর্ব রেল। অফিস টাইমে ভিড় সামলাতে এবং প্ল্যাটফর্মে বিশৃঙ্খলা এড়াতেই এই উদ্যোগ। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রীরা।
#REL
কোন প্ল্যাটফর্মে কোন লাইনের ট্রেন?
প্ল্যাটফর্ম ১ থেকে ৫: কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুর লোকাল।