দ্য ওয়াল ব্যুরো: শিল্পনগরী হলদিয়ার মহকুমা হাসপাতালে (Haldia Hospital) কর্তব্যে গাফিলতির (Negligence) অভিযোগে অপসারিত হলেন হাসপাতালের সুপার (Super, Removed) ডা. সুভাষ মাহাত এবং অ্যাসিস্ট্যান্ট সুপার ডা. অর্ণব মুনিয়ান। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত হাসপাতালের দায়িত্ব সামলাবেন পূর্ব মেদিনীপুরের ডেপুটি সিএমওএইচ-১ নারায়ণ মিদ্যা।
শুক্রবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, হলদিয়ার মহকুমাশাসক-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।
#REL