দ্য ওয়াল ব্যুরো: অঙ্গনওয়াড়ির ছাদ চুঁইয়ে পড়ে জল, স্কুলের দেওয়ালে বহুদিন রং পড়েনি, পঞ্চায়েতের নলকূপ খারাপ—এমন হাজারো ছোটখাটো সমস্যা দিনের পর দিন পড়ে থাকলেও তাতে নজর দেওয়ার সময় বা সুযোগ মেলে না প্রশাসনের। সেইসব সমস্যা এবার মেটাতে সরাসরি মানুষের দোরগোড়ায় প্রশাসন (Doorstep Governance Initiative)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা অনুযায়ী আজ, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে রাজ্য সরকারের নতুন প্রকল্প—‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan)।