দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ভেঙে পড়ল প্রাচীন বাড়ি। এভার উত্তর কলকাতার মানিকতলায় (Maniktala) ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ (A part of the old palace collapsed )। শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। ঘটনায় জখম হয়েছে দু’টি শিশু। আহত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে ভর্তি করানো হয় ESI হাসপাতালে।
ঘটনাস্থল, মানিকতলা মেন রোড। জানা গিয়েছে, বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায়। স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই। বারবার জানানো সত্ত্বেও কোনও রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি।