দ্য ওয়াল ব্যুরো: ভারত-নেপাল সীমান্তে (India-Nepal border) আবারও সক্রিয় মানবপাচারচক্র (Human Trafficking)। তবে সীমান্তরক্ষী বাহিনীর (SSB) তৎপরতায় এযাত্রায় আটকানো গেল পাচার।
দার্জিলিং জেলার নেপাল সীমান্ত লাগোয়া এলাকা থেকে একটি গাড়ি আটক করে উদ্ধার করা হল একাধিক নাবালিকাকে (Several girls were rescued)। অনুমান, নেপাল থেকে কাজের নাম করে এ রাজ্যে আনা হচ্ছিল ওই কিশোরীদের। এরপর তাদের ভিন রাজ্যে পাচার করার ছক ছিল পাচারকারীদের।
#REL