দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ৩৩ বছরের অভিনয়জীবনের বড় স্বীকৃতি পেলেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন তিনি। আর এই খবরে সবচেয়ে আনন্দিতদের মধ্যে রয়েছেন 'জওয়ান'-এর কাভেরী আম্মা, অর্থাৎ ঋদ্ধি ডোগরা।
ছবিতে শাহরুখের গডমাদারের চরিত্রে অভিনয় করেছিলেন ঋদ্ধি। পুরস্কার জয়ের খবর শুনেই টুইটারে প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন—“সেরা খবর, সেরা ছবি। এই জওয়ান ছেলের ‘নকল মা’ একেবারে খুশিতে চাঁদে পৌঁছে গেছে! @iamsrk অনেক শুভেচ্ছা। @Atlee এবং গোটা টিমকে ভালবাসা।”
#REL