দ্য ওয়াল ব্যুরো: জিমের শরীরচর্চা শেষে জল খাচ্ছিলেন। পিছন ফিরে সামান্য হাঁটতেই মাটিতে লুটিয়ে পড়লেন। পাশে থাকা লোকজন ছুটে গিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেন। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসকরা জানিয়ে দিলেন, তিনি আর বেঁচে নেই।
ঘটনাটি শনিবার সকালের। মহারাষ্ট্রের পুনে শহরের পিম্পরি-চিঞ্চওয়াড এলাকার একটি জিমে। মৃত ব্যক্তির নাম মিলিন্দ কুলকর্ণি। বয়স ৩৭। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মিলিন্দের।
#REL