দ্য ওয়াল ব্যুরো: শ্রাবণের পরে আসে আষাঢ়। আর জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে, আষাঢ়ের পূর্ণিমা হল এক বিশেষ তিথি—যা দেবতা বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার জন্য অত্যন্ত পুণ্যফলদায়ক। চলতি বছর আষাঢ় পূর্ণিমা পড়ছে ১০ জুলাই। এই দিন নদীতে পবিত্র স্নান এবং দান- করার আলাদা গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে।
লক্ষ্মীদেবীর প্রিয় মূলাঙ্ক: ৬