দ্য ওয়াল ব্যুরো: জন্মের দিনেই ইতিহাস গড়ল সে। চিকিৎসা বিজ্ঞানে তৈরি হল নতুন এক দৃষ্টান্ত। আমেরিকার ওহায়ো রাজ্যে জন্ম নেওয়া এক শিশু হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ‘প্রবীণতম শিশু’, যার ভ্রূণ ফ্রোজেন অর্থাৎ হিমায়িত অবস্থায় রাখা ছিল টানা ৩০ বছরেরও বেশি সময় ধরে।
গত ২৬ জুলাই জন্ম নিয়েছে এই বিশেষ শিশুটি—নাম রাখা হয়েছে থাডিউস ড্যানিয়েল পিয়ার্স। যাকে কোলে পেয়েছেন লিনজি ও টিম পিয়ার্স দম্পতি। কিন্তু এই শিশুর জন্মের গল্পটা রূপকথার চেয়ে কম কিছু নয়।
#REL