দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জন্য রীতিমতো ঐতিহাসিক হয়ে উঠল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সন্ধ্যা। এ বছর হিন্দি ছবি ঝুলিতে তুলেছে মোট ১৪টি পুরস্কার। যার মধ্যে অন্যতম করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, যা পেয়েছে Best Popular Film Providing Wholesome Entertainment-এর জাতীয় সম্মান।
পুরস্কার ঘোষণার পরেই আবেগঘন পোস্ট করলেন করণ জোহর। ইনস্টাগ্রামে লিখলেন, “এই ছবিটি আমার হৃদয়ের একদম কাছের। জাতীয় পুরস্কার পাওয়ার আনন্দ আর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। জুরি সদস্যদের ধন্যবাদ জানাই, আর সেই দর্শকদের, যাঁদের ভালবাসায় এই ছবিটি এখনও এতটা আলোচিত।”
#REL