দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নতুন মুখ আহান পাণ্ডে ও অনীত পাড্ডার হাত ধরে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। অভিষেকেই বাজিমাত! মুক্তির কয়েক দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই রোম্যান্টিক ড্রামা। আর সেই সাফল্য উদযাপন করলেন পরিচালক মোহিত সুরি একেবারে অন্যভাবে— মুম্বইয়ে আয়োজন করলেন এক বিশাল ফুড ডিস্ট্রিবিউশন ড্রাইভ।
‘সাইয়ারা’-র গল্প, গান, আবেগ সব কিছুই দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। নতুন জুটির কেমিস্ট্রি ও নির্মাণশৈলী নিয়েও প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ইতিমধ্যেই বক্স অফিসে সফল ‘সাইয়ারা’ এখন বলিউডের সাম্প্রতিক ব্লকবাস্টার তালিকায় শীর্ষে।
#REL